বাউফলে মাদক ব্যবসায়ীদের পুর্নবাসন

বাউফলে মাদক ব্যবসায়ীদের পুর্নবাসন

এম  অহিদুজ্জামান ডিউক, বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের নিয়ে  ওপেন হাউজ ডে ও আত্মসমর্পনকৃত মাদক ব্যাবসায়ী ও মাদকসেবীদের পুর্নবাসন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টায় থানা ভবন মিলনায়তনে এর আয়োজন করা হয়।
বাউফল থানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমানের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাউফল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যন মোশারেফ হোসেন, প্রেসক্লাব সভাপতি সম্পাদক হারুন অর রশিদ খান ও কামরুজ্জামান বাচ্চু, কালাইয়া ইউপি চেয়ারম্যান মনির হোসেন মোল্লা, ঢালি আছিয়া খাতুন বালিকা মাদ্রাসার অধ্যক্ষ মো: আবদুল হালিম, সোনামৃধা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারেফ হোসেন  ও বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান। অনুষ্ঠানে অতিথিরা পৌর শহর সহ উপজেলার বিভিন্ন স্থানে ইভটিজিং, জুয়া, মাদক, বাল্যবিবাহ সহ বিভিন্ন  ধরনের সামাজিক ব্যাধি থেকে মুক্তি ও জড়িতদের তালিকা করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অভিযোগ করেন। অনুষ্ঠান শেষে ৪জন আত্মসমর্পনকারী মাদক ব্যাবসায়ীকে সাধারণ জীবন যাপনে ফিরিয়ে আনার লক্ষ্যে সেলাই মেশিন, গ্যাসের চুলা, সিলিন্ডার ও চা বিক্রির সরঞ্জামাদি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, স্কুল-কলেজ-মাদ্রাসা প্রধানগন, কাজি, পুরোহিত, মুক্তিযোদ্ধা, ব্যাবসায়ী ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।